Wait Counter

কিমা বেগুনি তৈরীর রেসিপি

kima beguni making recipe

 

কিমা বেগুনি তৈরীর রেসিপিঃ


উপকরণঃ

  • বেগুন ৩ টা
  • বেসন ১.১/২ (দেড়) কাপ
  • আদা বাটা ১/২ চা চামচ
  • হলুদ গুড়া ১/২ চা চামচ
  • মরিচ গুড়া ১/২ চা চামচ
  • ঠান্ডা পানি ৩/৪ কাপ/ পরিমান মতো
  • লবন স্বাদ মতো
  • বেকিং পাউডার ১/৪ চা চামচ
  • মুরগির কিমা ১ কাপ
  • কাঁচা মরিচ কুচি ১ চা চামচ
  • চিজ কুচি ৩ টেবিল চামচ
  • তেল ১ চা চামচ


প্রস্তুত প্রনালীঃ

  • প্রথমে প্যানে তেল দিতে হবে।
  • তেলে মুরগির কিমা, মরিচ কুচি, গোলমরিচের গুড়া দিয়ে ভেজে নিন।
  • বেগুন লম্বা ও মোটা করে কাটুন।
  • মাঝখানে পকেটের মতো করে কাটুন।
  • বেগুন ধুয়ে সামান্য লবণ মেখে রাখুন।
  • এবার বেগুনের ভেতর কিমার পুর ঢুকিয়ে চিজের কুচি দিন।
  • বেসনের সঙ্গে আদা বাটা, হলুদ গুড়া, মরিচ গুড়া,লবন, বেকিং পাউডার ও পানি দিয়ে ব্যাটার তৈরী করুন।
  • বেগুন সাবধানে ব্যাটারে ডুবিয়ে নিন যাতে কিমা বের হয়ে না যায়।
  • ডুবো তেলে ভেজে ইফতারিতে গরম গরম পরিবেশন করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url