Wait Counter

মুরগির মাংসের হালিম তৈরীর রেসিপি

 

chicken halim making recipe

মুরগির মাংসের হালিম তৈরীর রেসিপিঃ


উপকরণঃ

  1. মুরগির মাংস ১ কেজি।
  1. গম ১/২ কাপ।
  1. মুগ ডাল ১/৪ কাপ।
  1. মসুর ডাল ১/৪ কাপ।
  1. ছোলার ডাল ১/৪ কাপ।
  1. অড়হড় ডাল ১/৪ কাপ।
  1. পোলাও চাল ১/২ কাপ।
  1. লবন পরিমান মতো।
  1. গরম মসলা (এলাচি, দারুচিনি, তেজ পাতা)
  1. পিয়াজ কুচি ১/৪ কাপ।
  1. আদা বাটা ২ টেবিল চামচ।
  1. রসুন কুচি ১ টেবিল চামচ।
  1. হলুদ গুড়া ১ চা চামচ।
  1. মরিচ গুড়া ১ চা চামচ।
  1. জিরা গুড়া ১ চা চামচ।
  1. ধনে গুড়া ১/২ চা চামচ।
  1. গোল মরিচ গুড়া ১/২ চা চামচ।
  1. জয়ফল-জয়ত্রী গুড়া ১/২ চা চামচ।


প্রস্তুত প্রনালীঃ
গম, মাসকলাই ডাল ও মুগ ডাল টেলে নিতে হবে। চাল, ডাল ও গম সেদ্ধ করে বেটে নিতে হবে। তেলে পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে সব মসলা ও মুরগি দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য পানি দিয়ে ঢেকে দিতে হবে। সেদ্ধ হলে বাটা ডালের মিশ্রন ও পরিমান মতো পানি দিয়ে নাড়ুুন। হয়ে গেলে নামিয়ে বাটিতে ঢেলে আদা কুচি, ধনে পাতা কুচি, মরিচ, বেরেস্তা ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url