সাদা পোলাও রেসিপি বা প্লেন পোলাও
সাদা পোলাও রেসিপি বা প্লেন পোলাও:
উপকরণ:
- চাল ২ কাপ
- পানি ১ কাপ
- তেল ৪ টেবিল চামচ
- গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয় ফল)
- নারিকেলের দুধ ১ কাপ
- সাদা রংয়ের জিরা (প্রয়োজন মত)
- প্রথমে চাল ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে।
- পানিতে চাল ঢেলে দিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে।
- একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা দিয়ে দিন এবং সেটা সিদ্ধ করে নিতে হবে।
- সেদ্ধ হওয়া চাল পাত্রে ঢেলে দিতে হবে এবং সাধারনের জিরা দিয়ে দিতে হবে।
- নারিকেলের দুধ দিয়ে দিতে হবে এবং সেটা দমে রেখে দিতে হবে।
- সাদা পোলাও তৈরি হয়ে গেল।
রুচি অনুযায়ী অতিরিক্ত গরম মসলা বা আরো কোন উপকরণ যোগ করতে পারেন। প্রয়োজন হলে মসলা দিতে ভুলবেন না। পোলাও বানানোর পরে তা গরম গরম পরিবেশন করুন এবং প্রিয়জনদের সাথে আনন্দ ভাগ করুন।