Wait Counter

বোরহানি তৈরির রেসিপি

 Borhani recipe


বোরহানি তৈরির রেসিপি:


উপকরণ:

  • ১ কাপ টক দই
  • ১ চা চামচ পুদিনা পাতা
  • ১ চা চামচ কাঁচা মরিচ বাটা
  • ১ টেবিল চামচ সরিষা বাটা
  • ১/২ চা চামচ গোলমরিচের গুড়া
  • ১/২ চা চামচ বিট লবন গুড়া
  • ১/২ চা চামচ ধনিয়া গুড়া
  • ১/২ চা চামচ জিরার গুড়া
  • পরিমান মতো পানি
  • দুই টেবিল চামচ চিনি


প্রস্তুত প্রণালি:

প্রথমে ছাকনিতে পুদিনা পাতা, কাঁচামরিচ বাটা, গোলানো সরিষা বাটা, গোলমরিচের গুড়া, বিট লবন, ধনিয়া গুড়া, জিরার গুড়া, লবণ ও পানি দিয়ে ছেঁকে রস ব্লেন্ডারে ঢালুন। সবশেষে চিনি দিয়ে ব্লেন্ড করে পরিবেশন করুন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url