Wait Counter

টম ইয়াম সুপ তৈরীর রেসিপি

tom yeam soup

 টম ইয়াম সুপ তৈরীর রেসিপি:


উপকরণ:

  • সবজির স্টক ৩ কাপ
  • লেবু পাতা ৫ টি
  • লেমন গ্রাস ৩ টুকরা
  • বাটন মাসরুম ১ কাপ
  • সয়া সস ২ টেবিল চামচ
  • বিচি ছাড়া থাই মরিচ ২ টি
  • টমেটো ১ টি


প্রস্তুত প্রনালী:
  • প্রথমে সবজি স্টক চুলায় দিয়ে কিছক্ষন ফুটিয়ে নিন।
  • এরপর এতে লেবু পাতা দিন।
  • লেমন গ্রাস দিয়ে ৫ মিনিট জ্বাল দিয়ে নিন।
  • এর মধ্যে সয়াসস, মাসরুম, মরিচ, টমেটো দিয়ে দিন।
  • কিছুক্ষন চুলায় রেখে নামিয়ে নিন।
  • হয়ে গেল টম ইয়াম সুপ।

গরম গরম পরিবেশন করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url